প্রকাশিত: Sat, Dec 17, 2022 3:22 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:13 AM

টেস্ট ক্রিকেটে অভিষেকে প্রথম ওপেনার হিসেবে জাকিরের সেঞ্চুুরি

এল আর বাদল: বাংলাদেশের হার্ডহিটার তামিম ইকবালের বদলি হিসাবে ক্যারিয়ারে প্রথমবার টেস্ট ক্রিকেট খেললেন জাকির হাসান, তাও আবার শক্তিশালী ভারতের বিরুদ্ধে। অভিষেক টেস্ট তিনি এতোটা দারুণভাবে রাঙাবেন, ক্রিকেটমোদিরা হয়তো কল্পনাও করতে পারেননি। এই তরুণ ব্যাটার প্রথম ইনিংসে ক্রিজে থিতু হয়েও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রান তাড়ায় চাপ ছিলো মাথার উপর। সব সামলে জাকির হাসান দেখালেন দৃঢ়তা, নিজের অভিষেক রাঙালেন দারুণ সেঞ্চুরিতে। টেস্ট ক্রিকেটে জাকিরই বাংলাদেশের প্রথম কোন ওপেনার, যিনি অভিষেকে করলেন সেঞ্চুরি।

কুলদীপ যাদবকে আগের ওভারে লং অফ দিয়ে ছক্কায় উড়িয়ে নব্বই ছাড়িয়ে গিয়েছিলেন। আকসার প্যাটেলকে সুইপ করে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন দিলেন লাফ। সঙ্গী মুশফিকুর রহিমও তখন ভাসছেন উচ্ছ্বাসে। ২১৯ বলে জাকির পৌঁছান শতকে।  পরের ওভারেই অবশ্য তিনি আউট হয়ে গেছেন। ২২৪ বলে ১৩ চার আর ১ ছক্কায় জাকির থামেন ঠিক ১০০ রানে। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুর। তবে জাকির তাদের সবার থেকে আলাদা, কারণ তিনি সেঞ্চুরিটা করলেন ওপেন করতে নেমে। সম্পাদনা:খালিদ আহমেদ